আজ এ মনের ঘরে এসেছে বাতাস
পলাশ বলিল এসে ফাগুনের মাস।


গাছে রঙিন শিমূল ফুটে আছে কত
তোমার মুখে আবির উঠেছে যে তত;
তোমাতেই চেয়ে দেখি তোমার সুহাস।


ওগো আমার পরান বন্ধু তুমি এসে
এমন মধুর দিনে যাও ভালোবেসে;
তোমাকে বেসেছি ভালো জানে এ আকাশ।