তোমাতে বলিতে চেয়েছি কথা
তুমি সাড়া দেও নাই;
এমন মধুর দিনে-
আজ বুঝি মন ভালো নাই।
আজ বুঝি জমেছে আঁধার
ওই সোনার মুখে;
আজ বুঝি হাজার ব্যথা
জমেছে তোমার বুকে।
আমি দূর থেকে
তা দেখতে পাই।
গলায় নেই যে আদর-
চোখে নেই হাসি;
অগোছালো কথা বলো
মন জলভাসি।
আমাতে ভাবালে আজ
মন বলে ছুটে যাই।