আজ বুঝি আর হয়নি সময় রাত হয়ে গেল শেষ-
কোথা বুঝি তুমি কিছু রেখে গেলে হয়নি অবশেষ।
আমার ঘরেতে আমার দুয়ারে কত শোভা আজ ছিল
কে যেন আসিয়া শতেক রঙেতে আলপনা একে দিল।
তুমি তো আসিয়া ঘরের দুয়ারে বলোনি তো বেশ বেশ!
আজকে আমি যে ঘুমিয়ে পড়িব তোমার কাজল মেখে
আমার আকাশে চন্দ্র তারাটি তোমার জন্য রেখে
তুমি আছ য়াজ আমার ভাবনা তোমার মাঝেই দেশ!