আজ অনেক দিনের পরে -
তোমার সাথে কথাটি হল
কথা হল টেলিফোনে।


ভালোই লাগল সেই কথা
শুনি সেদিনের মতো সুরে।
ভেবেছিলাম হেসেছিলাম
এতদিন কথা অন্তঃপুরে!
হঠাৎ তোমায় পেয়ে গেছি
এই মনের গোপনে।


আমি অনেক বেড়ে উঠেছি।
তুমি আজ উঠেছ খানিক!
আজ আমার দুই সন্তান
তুমি সব নিয়ে ঠিক ঠিক।
তাই শেষে আমি বললেম ,
কথা বোলো প্রয়োজনে।
    -----