আগুনে পুড়েছে শোকগাথা
পুড়ে গেছে বিষাদের গান;
চেতনা সাথে আমার ব্যথা
অমর প্রেমেতে অসমান।


হেঁটে গেছে এই বর্ণমালা
শহিদ-সৈনিক হাত ধরে;
শব্দ মুখরতা এ উজ্জ্বলা
আজ মাতৃভূমির গভীরে।
আমার পথেতে মাতৃভাষা
দেখি প্রাণশোক মহীয়ান।


বছরের পর বছর যায়
নতুন এ প্রেমেতে সোচ্চার;
তবু বর্ণমালা অসহায়
আজ শক্তি আমার তোমার।
বিরামহীন বুকের ভাষা
দেখেছি চোখেতে সেই দান।
      ------