এসো বন্ধু আমার ঘরে তুমি
আদরে সোহাগে আজ চুমি
তোমার হাওয়া কেশের দল
পাগল করে মোরে;
একলা ঘরে বন্ধু তোমায়,
তোমায় মনে পড়ে।
তোমার হাসি তোমার চাওয়া
আমার বাঁচার ভূমি।
আদরে---
তোমার রঙিন বেশের মাঝে
হারিয়ে যাই আমি;
তোমার জন্য জেগে থাকি
জাগি কত যামী।
তোমার ভেবে রাতটি কাটাই
মিথ্যা আমার ঘুমই।
আদরে---