অভিমানে চলে গেছ সুরের তারায়-
সেই চোখ মনে ভাসে কীভাবে হারাই!


পাশেতে শূন্য আসন চলে গেছ তুমি
ক্ষণিক তোমাতে মিশে রচি প্রেম ভূমি।
সুন্দর চেয়েছে জানি চোখের তারায়।


আজ সূর্য শুভ হল প্রভাতবৃষ্টিতে-
তোমাকে ধরিয়া রাখি আমার দৃষ্টিতে।
কাব্য রচি আমি যেন হৃদয়  পাতায়।