কোন পলকের পরে আজ দেখা হল
অবেলায় বধূ মোর হৃদয় রাঙাল।


তোমার ভুবনে আছে কত রাঙা প্রেম
আমার নয়ন মাঝে সব হারালেম;
চোখের দুয়ার মোর কে আজ সাজাল।


আমার জীবনে কত বিষাদের রাশি
তুমি এসে ভোলালে যে মুখের হাসি
সবুজ দুয়ার মাঝে আমাকে ভাসালে।