আমার সোনার পরান যে তুই-
কাঁদাই গেলি মোরে;
সব ভুলিয়া যাইব আমি,
ভুলি কেমনে তোরে।
তুই যে আমার পরান মাঝে
দিবানিশির আলো;
তোর মনেতে মন সপেছি
তোরেই বাসি ভালো।
তোর নামেতে স্বপ্নসাথি
আমার ঘরের দোরে।
তুই যে ছিলি আমার কাছে
ভালোবাসার জীবন;
তোর নামেতে গান গেয়েছি
মিশেছি যে দুজন।
আজ সাধের মন বাগিচায়
ফুল তো নাহি ফোটে;
বেঁচা কেনা বন্ধ যে হয়
মন নগরের হাটে।
সুজিত বলে কাঙাল হলাম
ভালোবাসায় ওরে।
-----