কত কথা মনে জমে আছে
ধন্য করিয়াছি আমাকে;
আমার মনের না বলা কথা
বলব সব আজ তোমাকে।
মনের কোণেতে জমে আছে
নতুন মনের নব আশা;
বলব সবই তোমার কাছে
গোপন মনের ভালোবাসা।
আমি জানি হেথা তুমি এসে
ঠিক ধরা দেবে মোর ডাকে।
কত কথা বলি মনে হলে
এই মুখেতে থাকেনা ভাষা;
কথার ভিড়েতে ব্যথা বাড়ে
ভুলে হয়ে যায় সব আশা।
এত কথা এত ভাষা দেখি
কেমনে তোমাকে বলি বোলো
চোখেতে চোখটি রাখো আজ
এই নয়নে নয়ন তোলো।
আজ এসে ধরা দাও তুমি
মোর চির নয়নের বাঁকে।
-------