আমার মনে ফুল বাগানে
আইস প্রিয় তুমি;
গাছ তলাতে আসন দিব
রাঙিয়ে দেব ভূমি।
ভ্রমর হয়ে এসো বন্ধু
কানে কইয়ো গান;
তোমার জন্য তুলে দেব
মোর নবীন প্রাণ।
আমার গাছে কতই ফুল
এসো আমার সুমি।
ঘরের দোরে ফুটেছে ফুল
সন্ধ্যাতারা মাঝে;
কত যে তার সুবাস শুনি
মন প্রিয়ার সাঁঝে।
মোর জীবন ভরেছে আজ
তোমায় কাছে পেয়ে;
এই মনের ফুল কুড়িয়ো
রাঙা আঁচল চেয়ে।
এসো বন্ধু গোপনে আজ
তোমার ঠোঁটে চুমি।
------