আজ আমার মন হৃদয় ডালে-
ভালোবাসার ফুল তুলিতে
কেন যে তাকালে।
মোর মনের ঘরে ও ফুল ফোটে-
নিতি আনাগোনা;
মধুকর ছুটে ছুটে আসে -
বারণ করিনা।
ভ্রমর হয়ে এসো বন্ধু
গোপনে সকালে।
এই হৃদপদ্ম পাঁপড়ি গুলি
অকালে ঝরিল;
ফুলের সৌরভ আমার
কে যেন কাড়িল।
আজ মন বাগানে ফুল ফুটেছে
ঝরিছে ও মধু;
তোমার তরে অপেক্ষাতে
বসে আছি শুধু।
আমি, তুমি এলে ধরা দেব
ওই হৃদয়ের জালে।
------