আজি তোমার চুলের বনে ফুল গুজেছি আমি।
আজকে প্রিয় বুঝে গেছি তুমিই আমার রামী।


স্নানটি সেরে  ডাকলে তুমি এলোচুলে প্রিয়
ভেজামুখে চোখ ঢাকিলে আমার আদর নিও।
তোমার সোহাগ বসন মাঝে আমি তোমার স্বামী


গাছের শাখে ফুলটি ফোটে হাওয়ায় দোলে পাতা
কবির ঘরে কাব্য থাকে খুশির মাঝে মাতা।


চুলের কাটা যেই খুলেছি চুল গিয়েছে ঝরে-
আমার সোনার বদনখানি আজি আমার ঘরে।
তুমি আমার চাঁদের তারা আমি তোমার যামী।