আজকে ভীষণ মনে পড়ে প্রিয়! তোমার কথায় লিখি-
তারিখ এগারো, এ নভেম্বরে- আজ বিবাহবার্ষিকী।
সেদিন বছর দু' হাজার সাত, এগারো বছর আগে-
তুমি যে আমার সঙ্গিনী হলে কী ভীষণ অনুরাগে।
আজ রাতে তাই মনে পড়ে খুব সেই দিনকার কথা
কোন সাজে সেই হয়েছ বেগম, তুমি যে আমার মিতা।
শুরু হয়েছিল এক সাথে চলা পথ চলা ঠিক ঠিকই।
হয়তো কখন ঘটা করে আর যাপন করিনি দিন;
তবুও মনেতে আসে বারবার এই বেলা অমলিন।
দম্পতি কাছে বিশেষ এ দিন বিবাহের এই রীতি;
বিশেষ দিনটি এসেছে কাছেতে স্মরণে মননে মাতি।
কতদিন আসে বছর-তারিখ, কত দিন চেয়ে দেখি।