আজ বুঝি তুমি আর কথা বলবে না;
আজ আমার সাথেতে আর চলবে না।
ও মধুর কথা আজ রাখিবে গোপনে।


একদিন তুমি বুঝি আমাকে ডাকতে-
আমার সময় নিয়ে ভালোটি থাকতে;
আজ সেই সুর ভাসে আপনে আপনে-


সে মধুর কথা রাশি আজ মনে পড়ে;
মনে মনে ভালোবাসি তব প্রেম সুরে।
মধুর ভাবনা ছিল গভীর স্বপনে।