আজকে আমার বৃষ্টিরানি গোপন ঘরের দেশে-
অনেক কথা জানিয়ে গেছে আড়ালেতে এসে।
আজ বুঝি তার ছুটি ছিল, ছিল ঘরের কোণে-
অনেক কথা তাই বলেছে সুমধুর যতনে।
শুধু শুধু কথা বলে মনের গহীন থেকে-
কখন যেন তপ্তরোদে আমায় গেছে ডেকে;
অজুহাতে রাত্রি তোমার এখন সন্ধ্যা মেশে।
ঘরেতে তার ফুলের গন্ধ, সুবাস দেহের মাঝে
দিবস বুঝি ফুরিয়ে যাবে ঢাকবে তোমায় সাঁঝে;
কী করেছে বলেনি তো, হেসেছে খিলখিল!
আমার কাছে খুশির মালা খুশিতে অনাবিল।
মুখেতে নেই কোনো কথা শুধু ভালোবেসে।
গোপন সুরে মায়ার কথায় গানের ধারা ধরে-
চোখের দিকে তাকিয়ে ছিল আজ আপনার করে;
এই বুঝি তার সময় শেষ নীচে কলিংবেল
আমার মায়ায় নীরব তুমি বুকে শক্তিশেল।
সবাই ঘুমাই আঙিনা পরে প্রিয়তি মনে ভেসে।
--------