তোমার কাছেই আসি আজ বর্ষা-বাদলের দিন-
আজ বুঝি শোধ করি সেদিনের সমুদয় ঋণ।


খুঁজে গেছি ওই নামে, খুঁজে গেছি এই পাড়াময়;
তোমার ঘুঙুর পায়ে সেইদিন মোর পরাজয়;
জানি না চোখের দেখা, সেই তুমি ছিলে উদাসীন!
তোমার কাছেই আসি-----


ঘনঘন ঝরিতেছে বাদলের শুভতি অক্ষয়!
চোখের পাতায় ঘটে সেদিনের মহা সে প্রলয়!
আষাঢ়ের সব মেঘ ভেসে গেছে আলোকে দখিন
তোমার কাছেই আসি-----


চোখের পাতায় ঘটে সেদিনের মহা সে প্রলয়!
ভালোবেসে মন দিই, আর দিই -বিষয় আশয়;
তোমার চোখের হাসি ঢেকে রাখি প্রিয়তি নবীন-
তোমার কাছেই আসি-----
              ---------