আজ বুঝি মান করেছ বধুঁয়া
আমাকে দেখবে না
আমাকে শুনবে না
আমাতে আর নেই তো মায়া।


সকাল থেকে চেয়ে আছি পথেতে
আসবে তুমি একা;
মনের আশা শান্ত করি বসন্তে
তোমায় পেয়ে দেখা।
আজ বুঝি মুখ লুকিয়ে ঘরেতে
বন্ধ তোমার দাওয়া।


আমি তোমায় আজ গান শোনাব
খোপাতে দিব ফুল ;
আপনে সাজায়ে দেব আঙিনায়
তোমার মাথার চুল।
তোমার জন্য রেখে দিই কতটা
বসন্তের হাওয়া।