আজ বুঝি কোন সুখে অবেলায় ঘুম ভাঙে মোর-
তুমি প্রিয় কাছে এলে সেই সুরে ভেঙে বাহুডোর!
আমার এ সীমানায় অপলকে আছ যে দাঁড়িয়ে।


আমার সাথেতে আজ নব মনে বলো কত কথা-
সকল প্রেমের ছিল আঁধারেতে হয়নি অন্যথা।
সব বাঁধা দূর করে নীরবেতে আমাকে হারিয়ে।


হাতখানি আড়ালেতে রেখে আজ ডেকেছ আমায়
তোমার গানের 'পরে বেঁচে আছি অন্তিম শোভায়।
ভাবনার দুয়ারেতে নিতি নিতি তুমি থেকো প্রিয়ে।