**'বাংলা কবিতা' আসরের কবিদের নিয়ে 'কফি হাউসের আড্ডাটা' গানের প্যারডি।
-----------------------------------------------------------


কাগজ কলমের সে লেখালেখি 'আজ আর নেই';
হাজার হাজার কবি মিশেছে আনন্দেতে আসরেই।


আশফাক পল্লব এডমিন সাইটের ভালোবেসে রচিয়াছে আসর;
খলিলুর বুলবুল রহমান হুমায়ুন বাঁচিয়ে রেখেছে এ বাসর!
শত শত কবিকূল আনন্দ দুঃখেতে, কবিতা লেখে রিঙ্কু রায়-
গায়ক শহিদ খান রাত জেগে লিখেছে, লিখে চলে সুদীপ তন্তুবায়।
এগ্নেস সুমন আধুনিক কবিতায় আছে বুঝি আজ সব দলেতেই-


সৌমেন শ শহিদ সবচেয়ে প্রিয় আজ আলোচনা আর চর্চায়
লক্ষ্মণ ভাণ্ডারী মনিরুজ্জামান আছে জানি ছন্দের মহিমায়।
তানভীর সুমিত্র আসরে এসেছে আজ ভালোবেসে কবিতা লেখে-
তাপস তমাল আছে মন্তব্য লিখে গেছে, নতুনেরা এসে শেখে
অণুকবিতা  ছড়া কাব্য সনেট লিমেরিক সব আছে এখানেই-


একটা আসরে আজ চব্বিশ ঘণ্টা কবিতা আপলোড চলছে
রুনা লায়লা শম্পা জয়শ্রী মন খুলে কবিতায় কত কথা বলছে।
চাকরি ব্যবসাতে ছাত্র গৃহকাজে  কাজ সেরে সব জোটে এসে
অজিত মল্লিকা মনোজ দীপ্তি দিলীপ সহিদুল কবিতাকে ভালোবাসে।
আনোয়ার আব্দুল জাহিদ জসীম সবাই লিখছে বুদ্ধিতেই-


কবিদের চেহারা প্রোফাইলে ফুটেছে কারো কারো আজও নেই জানা
লেখে মৌটুসি রীনা,মাধুকরী যাদব, আর লেখে আফরীনা।
মূলচাঁদ বিভাংশু সাজাহান শ্রীতরুণ মন খুলে সঞ্চয়িতা-
মোনায়েম দীপঙ্কর সৈকত সঞ্জয় ফয়েজ উল্লাহ আর পারমিতা।
সোমালী সংহিতা শ্রাবণী আনসারি আছে তারা রোজ সকলেই-


প্রথমে যারা ছিল আজ তারা কেউ নেই তবুও ভরেছে পাতা;
বালুচর মিলেটস কালকেতু রক্তিম ভরাল আসরের খাতা
রোজ কত ঘটনা চারিদিকে হয়ে যায় বিভূতি গৌরাঙ্গ লিখে যায়
শাহিন পিনাকীর কাব্যে ভরেছে, রঞ্জন অতনু আর মায়িশা য়
সোমাদ্রি সুদীপ্ত মনের আবেগ দিয়ে  মঝে মাঝে লিখেছেই-


কত নবাগত কবি স্বপন রঞ্জিত আছে আজগর সানারুল
প্রণব অনুপ গোপাল শাহানারা আনোয়ার সাথে রেজাউল
এমন আসর আজ সারা দেশে কোথা নেই হেথা অমলিন;
কবিতা ভালোবেসে আনন্দ-উচ্ছ্বাসে নাজমুন লেখে চিরদিন।
বলে সুজিতকুমার আসরেতে এত মজা আর বুঝি কোথাও নেই--
                  ------------


কিছু কথাঃ
**এই গানের কবিতাটি “কফি হাউসের সেই আড্ডাটা” গানের আদলে রচিত।
**মূল গানের গীতিকার- গৌরীপ্রসন্ন মজুমদার, সুর- সুপর্ণকান্তি ঘোষ, শিল্পী- মান্না দে।
**অনুপ্রেরণা- মূলচাঁদ মাহাত -এর লেখা ‘কবি আসরের এই আড্ডাটা’ (১৫/৭/২০১৮)
**গানটি আস্থায়ী আর ছ'টি অন্তরায় লিখিত। মূল গানে ৫টি অন্তরা আছে।
**মূল গানে সেতুবন্ধ পঙক্তি ছিল না। এখানে দেবার চেষ্টা করেছি।
**এই গানের কবিতায় আসরের ৭৬ জন কবির নামের উল্লেখ আছে।
**কাব্যিক প্রয়োজনে শ্রদ্ধেয়  ও বরিষ্ঠ কবিদের নামের আগে সম্মান সূচক শব্দ এবং পরে সবক্ষেত্রে পদবি ব্যবহার করা হয়নি।