আজ আমার মনের মাঝে
তোমার রূপের হাসি;
তুমি আছ এ হৃদয় জুড়ে
তোমায় যে ভালোবাসি।
যখন তুমি আমার ছিলে
বলতে সকল কথা;
তোমার আমার এ জীবন
এক সুরেতেই সেথা।
ও চোখের জল মোছাতাম
তোমার কাছই আসি।
নদী মাঝে জল এসেছিল
জোয়ার রূপেই ভাসে;
তোমার কথায় দিবানিশি
ছিল যে আমার পাশে।
আজকে আছো আমায় ছেড়ে
অনেক দূরের দেশে;
আমার ভালোবাসা সকল
কেমনেতে দেব এসে।
আমার বুকে আজকে দেখি
তুমি শুধু আছ ভাসি।
-----