আজ আমার দুয়ারে রং দিয়ে গেছ-
মন মাঝে হোলিমেলা শতেক এঁকেছ!


তোমার রঙের ডালি রঙিনবসন;
ওই মুখে শত রং প্রিয়তি ভূষণ
নবীন সে তনুখানি রঙেতে ঢেকেছ


ওই দেখি কত রং আহ্লাদিত মন;
আজ বুঝি ওই মুখে মোর নিমন্ত্রণ
হাতে কত রং নিয়ে আমাকে ডেকেছ।
             --------