আজ আবার এসে গেছ প্রণয়ের রূপে;
এই চোখ ডোবে বুঝি কোন অভিশাপে


তোমাকে বলার ছিল তোমাতেই চাওয়া
ওই মুখে থাকি চেয়ে যদি কিছু পাওয়া।
কত কিছু লিখি যেন মনের বিলাপে।


একবার দূর থেকে আবেগেতে চাও
তোমার সাজানো মালা দেখিতে কি পাও
আমি মরি সুরে সুরে ব্যথার প্রলাপে।