আজ আবার দেখেছি গো
ওই নীল শাড়িতে;
মধুর বেলার বাদল সাথে
ও আঙিনা-বাড়িতে।
স্বপ্নের বোনা রঙে মিশে
কাজলের সাথে;
নীল ভুবনের পারে তুমি
মিশে গেছ রাতে।
দাঁড়িয়ে দেখেছি আমি
দেব না যে ছাড়িতে।
এক হাওয়া দিয়ে গেছে
আমাদের দোহে;
মুখোমুখি চেয়ে আছি
কতই না স্নেহে।
তোমার স্বপন আমি আজ
আসিব যে কাড়িতে!