আজ আবার অনায়াসে কথা বলো প্রিয়
ওই মন ধরিবারে কিছু সাধ দিও।


তোমাকে যে বাসি ভালো সেদিনের মতো
এই চোখে তুমি আছ ঠিক অবিরত;
ওই চোখে মোর নাম তুমি লিখে নিও।


বসে থাকি দাওয়া পরে দেখিতে নয়ন
আমি বুঝি ভেবে গেছি তুমি প্রিয়জন;
আমার এ মনের ঘরে নীরবে থাকিও।