প্রেমেরও পুজারী বাজিয়ে বাঁশরী
মনের মাধুরী ছড়ালো ধরায়
সুন্দর ভূবন যতনে সৃজন
সাজালে এই বিশ্ব আপন মহিমায়
শূণ্যে মহাকাশে মেঘেরও ভেলা
রবি শশী করে নিত্য খেলা
আলো আঁধারের আনন্দ মেলা
ঝিকি মিকি তারা প্রদীপ জ্বালায়
সৃষ্টি জগতে শক্তি ক্ষমতা
পবিত্র আসন সর্বত্রে পাতা
জলে স্থলে কত করিয়া সৃষ্টি
পরিচালনায় সদা রাখিল দৃষ্টি
কণ্ঠে মধু মাখা শুনিতে মিষ্টি
গুন কীত্তন যেন দিবা নিশি গায়
প্রেমেরও পুজারী বাজিয়ে বাঁশরী
মনের মাধুরী ছড়ালো ধরায়
সুন্দর ভূবন যতনে সৃজন
সাজালে এই বিশ্ব আপন মহিমায়