অনেক দিন আগের লেখা ছিল এই গানটা।
লেখার নিয়ম কানন কিছুই জানিনা।
তাই সম্পাদনা না করেই দিলাম আমার প্রথম গান।




ও ও ও জীবন ও জীবন....
     সাজাতে তোকে আমি
বেঁধেছি সুখের ঘর....
অধিকারের সমীরণে
    উঠেছে বৈশাখী ঝড়।।


পৃথিবীতে দায় নেই কারো....
          প্রাপ্তির স্বাধ আছে যত
কলঙ্কের টিপ কপালে আঁকা
        ভালোবাসা হৃদয়ে ক্ষত।।


অবিরত আঁখি ঝরে
        চিতায় পুড়ে অন্তর... ঐ


চাই যদি মানুষের দ্বারে....
    অপবাদ পাই বিনিময়
ভুল বুঝে দুরে সরে সকলে
     কাছে আসে শুধু অভিনয়।।


স্বপ্ন আশার ভরসা
          ভেঙ্গে দেয় বুকের পাঁজর..... ঐ


কি সুখে আজ ব্যথার মালা
       গলাতে করেছি ধারণ
ফুল ভেবে কাঁটার আঘাত
        জীবনের সাথী মরণ।।


সয়না জ্বালা দুঃখের ভেলা
        পাড়ি দিতে মহাসাগর.... ঐ