তোমার ঐ রূপছায়া যদি জলে পড়ে,
দেখতে তুমি শুধু দু-চোখ মেলে,
কত সুন্দর তুমি কত সুন্দর।।


গোলাপও লজ্জা পেতো ঐ ঠোঁট চেয়ে,
আঁখি পাতে পাপড়িগুলো পড়তো ঝরে,
আঁকাবাঁকা মেঠো পথ ঐ এলো চুলে,
মেঘগুলো ঝরতো শুধু অঝোরে।।
দেখতে তুমি শুধু দু-চোখ মেলে।
কত সুন্দর তুমি কত সুন্দর।।


রাত আর ফিরতো না তোমাকে পেলে,
জোনাকি ভুলে যেতো আলো জ্বেলে জ্বেলে।।
সূর্য সেও যেনো দিশা হারাতো।
নিভতো বাতি আর ঐ তোমার মুখে।


পৃথিবী পাথর হতো তোমাতে চেয়ে,
ঝর্ণা ঝরে যেতো এক নিমিষেই।
তোমার ঐ রূপছায়া যদি জলে পড়ে
দেখতে তুমি শুধু দু-চোখ মেলে।
কত সুন্দর তুমি কত সুন্দর।।