ময়নামতি চরে যামু বড়ই আমার আশ,
বন্ধুর সনে চিঠি দিলাম লইতে তালাশ,
বন্ধু আমার রং দুয়ারি বসত গঙ্গা পাড়
আইবো কখন চিন্তায় চিন্তায় যাই যে বারোমাস।


ময়নামতি চরে নাকি বাঘ শকুনের খেলা
বানরগুলো উইড়া আসে ভাসাইতে ভেলা,
গাছে গাছে ফলের ধোঁকা ঝুইলা ঝুইলা থাকে
পাখিগুলো খাইয়া যায় আধেক ফেইলা চরে।
বন্ধুর সনে চিঠি দিলাম লইতে তালাশ।
ময়নামতি চরে যামু বড়ই আমার আশ।


এক নৌকাতে বাইয়া যামু বাধমু সেথায় ঘর,
সারাজনম থাকমু চরে নোঙর নাওয়ের পর,
ময়নামতি চরে যামু বড়ই আমার আশ
বন্ধুর সনে চিঠি দিলাম লইতে তালাশ।