কি আশায় বাঁধলি বাসা
ওরে আমার অবুঝ মন।।
ওরে উপর ভালো ভিতর কালো
জানলি না রে তুই তখন।
কি আশায় বাঁধলি বাসা
ওরে আমার অবুঝ মন।।
সত্যি কথায় মেলে সাজা
মিথ্যা তাই তো সাজে রঙ
মিথ্যা কথায় পাগল সবাই
সত্যি মরে আস্তাকুঁড়ে...
রূপের বাহার নিত্য দেখি
ললনার ঐ হাসিতে।
মায়ার টানে ঘর হারিয়ে
মায়া কোথায় যায় পালিয়ে
সাধ মিটিলে সবই বাসী
ভক্ষণ করে কুকুরে।।
কি আশায় বাঁধলি বাসা
ওরে আমার অবুঝ মন
সুতার বেটা ঘষঘষিয়ে
ছাল উঠাইলো মনের সুখে
কাঠের আবার ব্যথা কি।।
মনের ভেতরে গহীন আলো
চোখ বুঝিলে দেখতে পাবি।