আমি যে তোমারি সাথী
অপরাধী হবো যে,
তোমারও গায়ে শুষ্ক কলঙ্ক
উঠিবে ভাসি ভাসি।


ফুলেরও কলঙ্কে তুমি
হয়েছো মোর চোখের মনি;
তোমারও গায়ে শুষ্ক কলঙ্ক
উঠিবে ভাসি ভাসি।


জাগিবে বলো রাতি
হয়ে আমারি সাথী,
সাধ জাগিবে মনে
আমারি আঁখি পাতে।


অনল দহনও রাতি
কেনো জ্বেলেছো সাথী;
পুড়িল শরীর গোপনে
আমারি আঁখি পাতে।