আমাকে বিরহে রেখে যদি সুখ পাও
আর একটু বিরহ দাও না আমায়।।


আমি তো চেয়েছি শুধু তুমি সুখী হও
আর একটু বিরহ দাও না আমায়।
পৃথিবীর প্রান্তে দাঁড়িয়ে একা
থাকবো শুধু তোমার বিরহ আশায়।


যাতনা কি কেউ বোঝে প্রেমিক ছাড়া
বিরহ বিনে প্রেমের মূল্য কোথা।।
চাকতি যেমনি করে থাকে শুধু চেয়ে
ঐ দূর দিগন্ত আকাশ পানে।।
আমিও না হয় থাকবো সে আশায়
আমাকে বিরহে রেখে যদি সুখ পাও...


তোমার এ বিহর বুকে বেঁধে বেঁধে
প্রেমটুকু লুকিয়ে রাখবো ঢেকে।
তবুও চাই আমি তুমি সুখী হও
আর একটু বিরহ দাও না আমায়....