তোরে লইয়া সকাল-বিকাল বান্ধি নতুন গান
তুই আমার জীবন রে বন্ধু তুই যে আমার প্রাণ॥
তোরে লইয়া বাঁধতে পারি, ছোট্ট সুখের বাসা
এই জীবনে হইবে না তা, মিটবে না সেই আশা--
(তবু) তোর লাগিয়া পোড়ে হৃদয়, মন করে আনচান॥
তুই যে আমার সাধনার ধন--বাঁচব তোরে নিয়া
তোরে পাশে না পাইলে আন্ধার এই দুনিয়া
তপনেরই আকাশ জুড়ে পূর্ণিমারই চান॥