তোমার কথা-ই গাই যে শুধু
আর কারো গান চাই না আমি
কত গানই গাইতে যে হয়
মনমতো সুর পাই না আমি॥


আমার মনের গোপন ব্যথা
বলছি শুধু তোমার কাছে
তোমায় পেয়ে বুঝতে পারি
এই জীবনের অর্থ আছে
তোমায় ছাড়া অন্য বুলি
কক্ষনো আওড়াই না আমি॥


ভুলেও যদি তোমার সাথে
না হয় মিলন এই জীবনে
দুঃখ তো নেই, বুকের মাঝে
পাচ্ছি তোমায় সকল ক্ষণে
তাড়িয়ে দিলেও তোমায় ছেড়ে
অন্য কোথাও যাই না আমি॥


গান গেয়ে এই জীবন কাটাই
ঘর বাঁধি এই গানে-গানে
তুমি ছাড়া ব্যথার মরম
কে আর বলো বেশি জানে
তোমার বুকে বইছে যে সুর
সে সুর ছাড়া গাই না আমি॥