কখন তরী ভিড়বে আমার কূলে এসে!
দুইটি হৃদয় মিলবে তখন মূলে এসে॥


কেউ জানে না তার চালাকি
ভাঙবে প্রেমের এই তালা কি
রসিক সুজন নিজের কর্ম ভুলে এসে॥


নৌকা চলে স্রোতের টানে
উজান-ভাটা কে না জানে!
করবে দেখা জানি সে মাস্তুলে এসে!!