যারা বুনে দেয় বিভেদের বীজ, তারা তো বন্ধু নয়
সমতায় যারা বসবাস করে, তারাই মানুষ হয়॥


এই দুনিয়ায় কে আপন আর কে পর জানি না ভালো
জানি শুধু এই সবাই মানুষ কেউ নয় সাদা-কালো
সকল মানুষ একজাতি আজ এই হোক পরিচয়॥


        সকলের আছে সম-অধিকার,
        সকলে থাকবে সুখে
       পরহিতে কাজ করার চিন্তা
রাখবে তো পুষে বুকে।


পৃথক থাকবে আচারে বিচারে, পৃথক পোশাকে-চলনে
পৃথক থাকবে খাবারে রুচিতে, পৃথক থাকবে বলনে।
তবু কেউ কোরো ছোট-বড় নয়, সকলের হোক জয়॥