হয়তো তুমি চলেই যাবে
গভীর অভিমানে
যাবার আগে শেষ কথাটি
ফুটুক তবে গানে॥


অনেকবার বলেছ ডেকে
তোমায় ভুলে যেতে
ভুলিনি আমি থেকেছি শুধু
তোমার নামে মেতে
কথার কথা ভেবেই আমি
বিঁধিনি ছোড়া  বাণে॥


আজকে শুনি কণ্ঠ এ কী
কঠিন তারে সাধা
কোথায় গেল রাইকিশোরী
চিরকালের রাধা--
বেহাগ বুঝি বাজল বুকে
লাগল ব্যথা প্রাণে॥