গোপনে একা একা
ডুবেছি প্রেম-সরোবরে
না পেয়ে তার দেখা
পুড়েছি বিরহের জ্বরে॥


কী জানি কী খেয়ালে
অজানা সুর-তালে
হাওয়া লাগে পালে
দিয়েছি ঠাঁই অন্তরে॥


আমি তো বনবালা
দিইনি কোনো জ্বালা
বিনিসুতোর মালা
গেঁথেছি ফুলে থরে থরে॥


সিঁথির সিন্দুরে
বেঁধেছি বন্ধুরে
তবু সে গেল দূরে
আর তো আসে নাই ঘরে॥


কপালে লেখা কী যে
নীরবে ভেবে নিজে
চোখের জলে ভিজে
সরলা শুধু কেঁদে মরে॥