এতো ভালবাসি কেন
আমি নিজেই জানি না
বেশি ভালবাসি বলেই
তোরে কাছে টানি না॥
একটুখানি বোঝার সময়
হইলো না যে তোর
কাছে আইলে বুঝাইতাম রে
ভালবাসার জোর
ভালবাসায় খাদ ছিল যে
মোটেও আমি মানি না॥
তোরে ভালবাসি বলেই
একটু বেঁচে আছি
বাকি জীবন কাটাতে চাই
তোরই কাছাকাছি
এটাই আমার মনের কথা
শুধুই গানের বাণী না॥