এইতো কেবলি নেমেছে সন্ধ্যা
এখনো ফোটেনি রজনীগন্ধা
কন্ঠে তোমার বেহাগের সুর গেও না
ফিরে যেতে তুমি এখনি বিদায় চেও না।।
এখনো নামেনি রাতের অাঁধার
কেমনে পেরোবো এই পারাবার
আমাকে একাকী ফেলে রেখে তুমি যেও না।।
যখন থামবে সব কোলাহল
মন খুঁজে পাবে খুশির অতল
তপন-সাগরে দুঃখ-তরণী বেও না।।