বল রে শ্যামা বল
কীসের তরে এই দু-চোখে ঝরে শুধু জল?
সারাজীবন খুঁজে বেড়াই, তোরই চরণতল॥


চোখের জলের বাঁধভাঙা ঢেউ
আমি ছাড়া দেখল না কেউ
ভেসে গেলি, ভাসিয়ে গেলি পাই না খুঁজে তল॥


চোখের জলের থাকে না ছাপ
ঘুচিয়ে দেয় সে মনেরই তাপ
তবু আমার জীবনপাত্র করছে যে টলমল॥


কোন সাধনে তোরে পাব
কোন সুরে আজ মন মজাব
তপনের মন তাও জানে না, নাই রে শক্তি-বল!!