ভুলতে আমায় চাইলে এখন
ভুলে যা তুই
বাঁধনটুকু নিজের হাতেই
খুলে যা তুই॥
এই হৃদয়ের গহীন কোণে
পাকা যে তোর আসন
ভালবাসার দুনিয়াতে
হয় না অভিবাসন--
অভিমানের কাঁটা নিজেই
তুলে যা তুই॥
মাঝনদীতে কেন-বা এলি
সাঁতার কি তুই জানিস
বাওবাতাসের ঘুর্ণি দেখে
বৈঠাখানি টানিস
ফিরতে হলে পাল উড়িয়ে
কূলে যা তুই॥