কবিতার মূল ছন্দ তিনটি-- স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত। কিন্তু এখানে ‘অপ্রচলিত/নিজ ছন্দ’ নামে একটি অপশন থাকায় অনেকেই কবিতা পোস্ট করার সময়ে সেটি চিহ্নিত করছেন। বরং ‘অন্যান্য’ হিসেবে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার সুযোগ রাখা যেতে পারে। নিজ ছন্দ বলে কোনো ছন্দ নেই। আর যিনি প্রচলিত ছন্দে লেখেননি, তিনি কী করে অপ্রচলিত ছন্দে লিখবেন। যদি কেউ নিজের কবিতার ছন্দ নির্ধারণ না করতে পারেন, সেটিও উল্লেখ করতে পারেন যে ‘জানা নেই’। মোদ্দা কথা ‘অপ্রচলিত/নিজ ছন্দ’ অপশন নিয়ে আরেকবার ভাবার অনুরোধ রইল।