আমি নাকি কুলবিনাশী, কুলে দিছি দাগা
কুল ছাড়িয়া পথে আইলাম, হইলাম হতভাগা॥ রে...


কূল-ছাড়া এক নদীর কূলে একলা বসত করি
কূল ভাঙিয়া গেলে আমি হই যে কুলান্তরী
কূলের মাথা ছোঁবো বলে ছাড়লাম কূলের আগা॥ রে..


কূলের আশায় কুল ত্যাজিলাম, পেলাম না তার দেখা
কারো ছোঁয়ায় হয়নি বদল, আমার হাতের রেখা
সরলা কয় স্বস্তি কেবল--তার জন্য রাত-জাগা॥ রে