আজ সে এসেছিল
আমার ঘরে
ভাল সে বেসেছিল
হৃদয় ভরে।


মন কি জেনেছিল
কী সুখ এনেছিলl
গিয়েছি আমি তাতে
সুখেই মরে।


মরণে এত সুখ
আর কি পেত বুক
তুমি না দিলে ডাক
মধুর স্বরে।


আর কি পাব ফিরে
বুক দেখাব চিরে
যেখানে শুধু তাকে
রেখেছি ধরে।