আমায় রং নাম্বার এক ফোন
পাগল করলো যে কখন,
কোন কাজে মন বসে না
তারে ভাবি সারাক্ষণ,
......রং নাম্বার এক ফোন,,


কোন বা দেশে বাড়ী তাহার
কি বা পরিচয়,
সত্যি কি সে ভালোবাসে
তার না কি অভিনয়,
তার লাজুক লাজুক কথার মালায়
পাগল হইলো মন,
........রং নাম্বার এক ফোন,


ডাকলে সে তো দেয়না ধরা
থাকে দুরে দুরে,
তার বিরহে অন্তর আমার
যায় রে জ্বলে পুরে,
তার মিষ্টি মধুর কথার মালায়
আমি ব্যাকুল সারাক্ষণ,  
........রং নাম্বার এক ফোন,