তুমি ভুল করো নি তুমি দোষ করো নি
ভুল তো করেছিলাম আমি....সখী গো,
ভালোবেসে তোমায় আমি,
তুমি ভালোবাসো নি কখনো খোঁজো নি
সারাক্ষণ খুঁজেছিলাম আমি,...সখী গো,
ভালোবাসো নি তো তুমি,


কতোটা ভুল ছিলো সে ভুলে এমন হলো
সাজানো জীবন টারে করলে এলোমেলো
আজ কতোটা সুখী জানি বলোনা সখী তুমি
এই হৃদয় করে মরুভূমি,
.....সখী গো ভালোবাসো নি তুমি,


ভালো শুধু বেসেই গেলাম বিনিময়ে দুঃখ
পেলাম
কলংকের মালা গলায় ঢাকার শহরে এলাম
ভেবেছি তোমায় পাবো দু'হাতে সুখ কুরাবো
সে আশায় ভাষাইলা তুমি,
.....সখী গো ভালোবাসো নি তো তুমি,