তুমি এ ভাবেই ভুলে গেলে কেনো তুমি চলে গেলে,
একটাই প্রশ্ন ছিলো কি ছিলে আমার বলো
বারবার কেনো ব্যথা দিলে,


কল্পনার ক্যানভাসে তোমার স্মৃতি ভাসে সকাল বিকাল সাজে,
আমি ভুলতে পারিনি কখনো যে,
তুমি কোন সে মায়ার টানে
এমন করে ব্যথা দিলে,


কত যে স্বপ্ন কত যে স্মৃতি বুনেছি আল্পনার রঙ্গ তুলি দিয়ে,
তুমি কি পেলে আমায় ভুলে গিয়ে,
তুমি এ বুকে চিতার আগুন জেলে
কোন প্রতিশোধ তুমি নিলে,