আমায় যখন ভেবেছো তুমি এতোটাই মুল্যহীন,
যেন আমি মুদি বাজারের বিষাক্ত ফরমালিন,
তাই নিজেকে আমি আড়াল করেছি তোমার জীবন থেকে,
স্মৃতি আঁকানো স্বপ্ন গুলো দিয়েছি আমি মুছে,
...    তুমি যদি থাকো সুখে,


তোমার কারনে নিঃস্ব হয়েছি তাতেই আমি ধন্য,
ছলনার জ্বাল বুনেছো তুমি নিজের সুখের জন্য,
তবু তোমার স্মৃতি গুলো রাখবো ধরে বুকে,
.......তুমি যদি থাকো সু্খে,


বিশ্বাসে সিন্ধু গড়ে বিন্দু বিন্দু করে,
অবিশ্বাসের স্বপ্ন হারায় অচেনা সু'দুরে,
সার্থের প্রয়োজনে করেছো ব্যবহার
মেরেছো আমায় ধুকে ধুকে,
.......তুমি যদি থাকো সুখে,