তুমি দুঃখ দিয়ে যদি চলেই গেলে
তবে কেনো আমাকে প্রেম শিখালে,
আমার আকাশে কেনো সুখের মেঘ
হয়ে ভেসে ছিলে,
কেনো প্রেয়সী আমার বলো একবার,


কতটা কষ্টে আছি একা কি দিবা নিশি
তুমি তা যেনে গেলে না,
আমার কষ্ট দেখে কাঁদে পাথর মরুভূমি
তারা জোছনা,
নিজের হাতে আমার ভেঙ্গে পাঁজর
করেছো অন্যের সাথে ফুলের বাসর,
....কেনো প্রেয়সী আমার বলো একবার,


দেখাইয়া সুখের স্বপন ভাঙ্গিলা আমার মন
নিষ্ঠুর নদীর মতন,
ভাবলে না একবার ও প্রিয়জন প্রেম
হারানোর কি যে বেদন,
চলে যদি যাও তবে ডাকব না আর
কি দোষ ছিলো শুধু বলো একবার,
......কেনো প্রেয়সী আমার বলো একবার,